Welcome to National Initial School. আমাদের ওয়েবসাইট, সার্ভিস, ভর্তি কার্যক্রম, শিক্ষামূলক কার্যক্রম এবং অন্যান্য সুবিধা ব্যবহারের আগে অনুগ্রহ করে নিচের নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে নিন। আমাদের যেকোনো সার্ভিস ব্যবহার করলে ধরে নেওয়া হবে আপনি এসব শর্তাবলির সাথে সম্মত। 1. সাধারণ শর্তাবলি এই ওয়েবসাইট ও স্কুলের সকল কন্টেন্ট, ছবি, লোগো, তথ্য ইত্যাদি National Initial School এর একক সম্পত্তি। আমাদের কোনো তথ্য, কন্টেন্ট বা ছবি অনুমতি ছাড়া কপি, শেয়ার বা ব্যবহার করা যাবে না। স্কুল যেকোনো সময় শর্তাবলি পরিবর্তন বা আপডেট করতে পারে। 2. ভর্তি ও ফি–সংক্রান্ত নীতি ভর্তি ফর্ম জমা দেওয়ার পর সকল তথ্য অবশ্যই সঠিক হতে হবে। টিউশন ফি, ভর্তি ফি ও অন্যান্য চার্জ সম্পূর্ণভাবে School Authority কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে ফি পরিশোধ না করলে জরিমানা বা ক্লাস স্থগিত হতে পারে। 3. উপস্থিতি ও নিয়মশৃঙ্খলা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত থাকা বাধ্যতামূলক। স্কুলের শৃঙ্খলা ভঙ্গ করলে সতর্কবার্তা, অভিভাবক ডাকা বা প্রয়োজন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। শিক্ষার্থীর আচরণ, নিরাপত্তা ও স্কুলের নিয়ম মেনে চলার দায়িত্ব অভিভাবকের সাথে যৌথভাবে প্রযোজ্য। 4. একাডেমিক কার্যক্রম ক্লাসের রুটিন, ছুটির তালিকা, পরীক্ষা, রেজাল্ট এবং একাডেমিক নীতি স্কুল কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করতে পারে। অনলাইন/অফলাইন শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট ইত্যাদি শিক্ষার্থী/অভিভাবকের দায়িত্ব। 5. নিরাপত্তা নীতি স্কুলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়। তবে স্কুলের বাইরে বা পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে কোন দুর্ঘটনা ঘটলে School Authority দায়ী থাকবে না (যদি স্কুল পরিবহন ব্যবস্থার অন্তর্ভুক্ত না হয়)। 6. ব্যবহারকারীর তথ্য ও গোপনীয়তা (Privacy) ভর্তি ও যোগাযোগের সময় প্রদত্ত তথ্য আমরা নিরাপদে সংরক্ষণ করি। আপনার অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে শেয়ার করা হবে না (আইনি প্রয়োজনে ছাড়া)। 7. ওয়েবসাইট ব্যবহারের নীতি ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে স্পাম, ভুয়া তথ্য প্রদান, ভাইরাস ছড়ানো বা সিস্টেম ক্ষতি করার যেকোনো কার্যক্রম নিষিদ্ধ। কোনো প্রকার টেকনিক্যাল ত্রুটির কারণে সাইট সাময়িকভাবে অচল হতে পারে; এ জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। 8. ফটো ও ভিডিও ব্যবহারের অনুমতি স্কুলের বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীর ছবি বা ভিডিও প্রচারমূলক কাজে ব্যবহার হতে পারে। যদি অভিভাবকের কোনো আপত্তি থাকে, তাহলে লিখিতভাবে School Authority কে জানাতে হবে। 9. তৃতীয় পক্ষের লিংক ওয়েবসাইটে কোনো বহিঃলিংক থাকলে তার কন্টেন্ট বা কার্যক্রমের জন্য National Initial School দায়ী নয়। 10. দায়বদ্ধতার সীমাবদ্ধতা যেকোনো শিক্ষাগত, প্রযুক্তিগত বা অন্যান্য সার্ভিস বাধার কারণে কোনো ক্ষতির জন্য স্কুল কর্তৃপক্ষ দায় বহন করবে না। 11. আইনগত বাধ্যবাধকতা এই Terms & Conditions বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। 12. যোগাযোগ যেকোনো জিজ্ঞাসা, অভিযোগ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন: National Initial School ঠিকানা: চ-১০৭/১-ক উত্তর বাড্ডা, ঢাকা-১২১২ ফোন: +8801552409698 ইমেইল: nationalinitial103@gmail.com
